চাঁচল মালতিপুরে ধানের বস্তা চাপা পড়ে মৃত্যু ঠাকুরমা সহ দুই নাতির

গতকালকে বিশাল ইয়শ ঝড়ের ফলে বাড়িতে ধানের গোলা চাপাপড়ে মৃত্যু হয় ঠাকুরমা সহ দুই নাতির ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া অঞ্চলের ললিয়াবাড়ি গ্রামে৷ মৃতদের নাম তানু সরেন , রাহুল টুডু, রোহিত টুডু ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ঠাকুরমা ৷ তাঁদের পাশেই বাঁশের মাচানার ওপর রাখা ছিল বড়ো বড়ো ধানের বস্তা৷ প্রবল বৃষ্টিপাতের ফলে বাঁশের মাচাটি মাটিতে ধসে যায় জার জন্য ধানের বস্তাগুলি তিনজনের উপর পড়ে যায় ৷ তৎক্ষণাৎ চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা, ধানের বস্তা সরিয়ে তাঁদের উদ্ধার করার আগেই মৃত্যু ৷

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ছুটে যান ৪৭ নং মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী।
ওই পরিবারকে সবরকম আর্থিক সাহায্য করেন ও আগামী দিনে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷ পাশাপাশি দেহগুলি সৎকারের ব্যবস্থাও করছেন বিধায়ক ৷