কোন নায়িকারা কাজ করতে চান না কিং খানের সঙ্গে, জানেন ?

শাহরুখ খান হলেন বলিউডের বাদশাহ। অনেকেই মুখিয়ে থাকেন তার সঙ্গে কাজ করার জন্য । তবে শাহরুখের সঙ্গে কাজ করতে অনিচ্ছার কথা জানিয়েছেন এমন হাতে গোনা কয়েকজনও কিন্তু আছেন।

বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী এই তালিকায় শুরুতেই আছেন। স্বনামধন্য এই অভিনেত্রীর ধারণা,বেশি অভিনয় করেন শাহরুখ। এজন্যই কাজ করা হয়নি তার শাহরুখের সঙ্গে।

এখনো শাহরুখের সঙ্গে কাজ করেননি সোনম কাপুরও। তবে ‘বয়সের পার্থক্য’কেই কারণ হিসেবে দেখিয়েছেন এর জন্য তিনি। যদিও অনিল কাপুর কন্যা সোনম একাধিক ছবিতে কাজ করেছেন শাহরুখের সমবয়সী অভিনেতা সলমনের সঙ্গে। অনিলকন্যা পরে আরও একটি ছবিতে সলমনের নায়িকা হয়েছেন।

শাহরুখ খানকে পছন্দ করেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে কাজ করতে চান না তার সঙ্গে। শুধু শাহরুখ নয়, সলমন ও আমিরের সঙ্গেও এখনো কাজ করেননি কঙ্গনা। খানদের ছবিতে নায়িকাদের চরিত্রের তেমন গুরুত্ব থাকে না। আর গুরুত্বহীন চরিত্রে কাজ করতে চান না বলিউডের ‘কুইন’।

শাহরুখের সঙ্গে নিজের রসায়ন জমবে না বলে মনে করেন আমিশা প্যাটেল। তাই এই অভিনেত্রীও শাহরুখের সঙ্গে কাজ করতে চান না।