কালিয়াচক কাণ্ডে পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু, 4 খুনের পর কেমিক্যাল ব্যবহার ?

মালদার কালিয়াচকে 4জনকে খুনের পর কেমিক্যাল ব্যবহার ? গন্ধ যাতে না বেরোয় সেজন্য কেমিক্যাল ব্যবহার করেছিল ধৃত আসিফ ?আজ মালদার কালিয়াচকে নৃশংস হত্যাকাণ্ডের পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু।আসিফকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু।কীভাবে পরিবারের সদস্যদের খুন করেছিল ধৃত আসিফ ?খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

এরই পাশাপাশি, কালিয়াচক কাণ্ডে নয়া মোড়, সেক্স টেপ প্রকাশের হুমকিতেই দাদার মুখ বন্ধ করেছিল আসিফ?

মালদা জেলার কালিয়াচকের গণহত্যার ঘটনায় তদন্তে নেমে এবার সিআইডির হাতে চাঞ্চল্যকর সূত্র উঠে এসেছে । একখানি সেক্স টেপ হাতে এসেছে সিআইডির।

আসিফদের বাড়ি থেকে বাংলাদেশ সীমান্ত বেশি দূরে নয়। মাত্র ১৪-১৫ কিমি। আর এখানেই সিআইডির আধিকারিকদের মনে খটকা লেগেছে আসিফ কী চিনের গুপ্তচর?

সম্প্রতি মালদাতেই ধরা পড়েছে এক চিনা গুপ্তচর হান চুন ওয়ে। এই হানের সঙ্গে কী আসিফের কোনও যোগাযোগ ছিল? এই প্রশ্নের উত্তরও খোঁজা শুরু করে দিয়েছে সিআইডি।
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসিফের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, রাউটার, ওয়াকিটকির মতো যন্ত্র উদ্ধার হয়েছে। আরও বেশ কিছু  বৈদ্যুতিন যন্ত্র উদ্ধার হয়েছে, যার ব্যবহার তাঁরাও জানেন না। সেই সব যন্ত্রের ব্যবহার জানতে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে।