মাসের শুরুতে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, দুশ্চিন্তায় মধ্যবিত্ত

পেট্রোল-ডিজেলের পর রান্নার গ্যাসের দামবৃদ্ধিও জারি থাকল। জুলাইয়ের প্রথম দিনেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২৫ টাকা বাড়ানো হল। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ৭৬ টাকা।


ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বাড়ায় কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৬১ টাকা। দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। এছাড়া মুম্বইতেও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। আর চেন্নাইতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৫০ টাকা।

একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৭৬ টাকা বেড়ে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৬২৯ টাকা। অন্যদিকে, কমার্শিয়াল বা ব্যবসার ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের দাম ৮৪ টাকা বাড়াল তেল সংস্থাগুলি।