যে আশঙ্কা করা হয়েছিল সেটাই বাস্তবে হতে চলেছে। ভারতে নয়, চলতি বছরের টি২০ বিশ্বকাপ হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে তা আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ডই। এই ব্যাপারে সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা না হলেও ক্রিকেট সংক্রান্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট থেকে এই খবর পাওয়া গিয়েছে।
এ বছর স্থগিত হয়ে যাওয়া আইপিএলের শেষাংশ আমিরশাহিতেই হবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা টুর্নামেন্টের পরের অংশটি। ফাইনাল হতে পারে ১৫-ই অক্টোবর। তার ঠিক দু’দিন পর, অর্থাৎ ১৭ অক্টোবর টি২০ বিশ্বকাপের চাকা গড়াতে পারে।
জানা গিয়েছে, শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচ ওমানেও আয়োজন করা হবে। উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী প্রথমে ৮টি দল নিয়ে প্রথম রাউন্ডের খেলা হয়। দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয় এই ৮টি দলকে। এটা কার্যত যোগ্যতা অর্জনকারী পর্ব। এখান থেকে চারটে দল মূল টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে।
এই প্রথম রাউন্ডে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া নিউ গিনি।
প্রাথমিক রাউন্ডে মোট ১২টা ম্যাচ হবে। এই ম্যাচগুলোর অর্ধেক আমিরশাহির কোনো একটি স্টেডিয়াম এবং বাকি অর্ধেক ওমানে আয়োজন করা হবে।
প্রাথমিক রাউন্ডের পর, মূল টুর্নামেন্ট শুরু হবে ২৪ অক্টোবর। আমিরশাহির তিনটে বড়ো স্টেডিয়াম অর্থাৎ দুবাই, আবু ধাবি এবং শারজায়ে এই ম্যাচগুলি হবে। ১৫ নভেম্বর ফাইনাল হওয়ার কথা।
উল্লেখ্য, টি২০ বিশ্বকাপ ভারতে আয়োজন করা যাবে কি না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিসিআইকে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত সময় দিয়েছিল আইসিসি। বর্তমানে ভারতে দ্বিতীয় ঢেউ প্রায় শেষ হওয়ার পথে। এপ্রিল-মে’র মতো সেই দুঃসহ পরিস্থিতি এখন আর নেই। কিন্তু বিশেষজ্ঞরা বার বার সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা জানিয়ে যাচ্ছেন। সে কারণেই কোনো ঝুঁকি আর নিতে চাইছে না বিসিসিআই।