আজ পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় পীরগঞ্জ বিশ্বাস মার্কেটে বেলা ১০টা থেকে সন্ধে ৭ টা প্রজন্ত চলে রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা মূলক শিবির।
এই শিবিরে পীরগঞ্জ ছাড়াও আশেপাশের এলাকা জুড়ে প্রায় ২১৫ জনেরও বেশী লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বাস্থ্য নিয়ে মানুষকে সচেতন করা হয়।
পীরগঞ্জ ও আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকজন তরুণ তুর্কিদের প্রচেষ্টায় গড়ে ওঠে এক সেচ্ছাসেবী সংগঠন ‘আপনজন’। সমাজের পিছিয়ে পরা অসহায় দরিদ্র মানুষদের পশে দাঁড়ানোয় তাদের উদেশ্য।
এছাড়াও আপনজন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিন গুলিতে সমাজের কল্যাণ মূলক কাজে এবং মানুষের সেবাই তারা সব সময় নিয়োজিত থাকবে।
আজ এই শিবির করে মানুষের পাশে দাঁড়াতে পেরে যারপরনাই খুশি তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।